চট্টগ্রামে এক মহিলা তাঁর স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন। রবিবার সকাল 2:00 টার দিকে বন্দর শহরের হালিশারা থানাধীন বসুধরা আবাসিক এলাকায় ৩৬ বছর বয়সী আলাউদ্দিনকে তার চতুর্থ স্ত্রী নূরজাহান হত্যা করে।
পুলিশ জানিয়েছে যে সে তার স্বামীকে হত্যা করেছিল কারণ সে তার অজান্তেই পঞ্চমবার বিয়ে করেছিল। এদিকে, পুলিশ ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। তিনি নোয়াখালীর সোনাইলমুরি উপজেলার মতি আলম বাজার এলাকার এক দিনমজুর ছিলেন।
হালিশহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জমান প্রথম আলোকে বলেন, পারিবারিক কলহের কারণে নূরজাহান তার স্বামী আলাউদ্দিনকে একটি বড় ছুরি দিয়ে হত্যা করে। আলাউদ্দিন একজন দিনমজুর ছিলেন। কখনও কখনও তিনি ইটের ক্ষেতে কাজ করতেন বা পরিবার চালানোর জন্য একটি রিকশা টানতেন।
নূরজাহান আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী, যিনি তাঁর আগের স্ত্রীদের তালাক দিয়েছিলেন। নয় বছর আগে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের একটি সন্তান রয়েছে। আলাউদ্দিন অবশ্য দেড় মাস আগে নূরজাহানকে না জানিয়ে পঞ্চমবার বিয়ে করেছিলেন এবং তিনি সম্প্রতি এটি সম্পর্কে জানতে পেরেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরজাহান তার স্বামীকে একটি বড় ছুরি দিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং হত্যার ঘটনায় ভিকটিমের ভাই মামলা করবেন বলে জানান ওসি মনিরুজ্জমান।